লেনদেন করুন আস্থার সাথে, আমরা আছি আপনার পাশে এই শ্লোগানকে সামনে রেখে মহিপালে ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে। বুধবার ব্যাংকটির এজেন্ট ফরায়েজী এন্টারপ্রাইজের আয়োজনে মহিপাল আলনূর প্লাজায় আউটলেটের উদ্বোধন করেন স্টারলাইন গ্রুপের পরিচালক ও ফেনী চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি জামাল উদ্দিন ।
আউটলেটের এজেন্ট জসিম উদ্দিন ফরায়েজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী মডেল থানার ওসি (তদন্ত) মো তৌহিদুল ইসলাম।
এসময় ব্র্যাক ব্যাংক ফেনী এস.এম.ই ও কৃষি শাখার শাখা ব্যবস্থাপক ও এরিয়া হেড মোঃ খন্দকার শাহেনশাহ, এস.এম.ই ইউনিটের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার নুরুজ্জামান, এস.এম.ই ফেনী ইউনিটের ইউনিট ইনচার্জ ফকরুদ্দিন, ফুলগাজী এজেন্ট শরিফুল ইসলাম,ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং ফেনী রিজিওনের রেজিওনাল ম্যানেজার কফিল উদ্দিন, সহকারী রেজিওনাল ম্যানেজার জনাব কামরুজ্জামানসহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।