ফেনীর পরশুরামে ইয়াসিন নামে ৮ বছরের এক শিশুর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকালে উপজেলা পশু হাসপাতালের একটি ডোবা থেকে ওই শিশুটির লাশ উদ্ধার করা হয়।
নিহত ইয়াসিন পৌরসভার ৫ নং ওয়ার্ডের শাহাব উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া মো. ইউনুসের ছেলে।পরে ময়না তদন্ত শেষে তাকে দাফন করা হয়েছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ শুক্রবার বিকেলে ইকবাল হোসেন (৩৭) নামের একজনকে গ্রেপ্তার করেছে। তিনি পরশুরাম উপজেলা সদরের কাঁচাবাজার এলাকার বাসিন্দা এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বরখাস্তকৃত শিক্ষক। ওই বাড়িতে তিনি একাই বসবাস করেন।