ফেনী
বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সকাল ৮:০৪
, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ফোল্ডিং ব্লেড , খুর ও কাঁচি উদ্ধার

ফেনীতে ছিনতাইকালে কিশোর গ্যাংয়ের ৪ সদস্য আটক 

ফেনী শহরের মধ্যম মধুপুর এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ৪ সদস্যকে আটক করেছে র‍্যাব।রোববার দিনগত রাতে তাদের আটক করে সোমবার বিকালে তাদেরকে থানায় সোপর্দ করা হয়।

সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনীস্থ র‍্যাব-৭ জানতে পারে যে, কতিপয় ছিনতাইকারী ফেনী শহরের মহিপাল হতে মধ্যম মধুপুর কাতালিয়া বাজার যাওয়ার কথা বলে ছিনতাই এর উদ্দেশ্যে সিএনজি ভাড়া করে নিয়ে যাচ্ছে।ওই সংবাদের ভিত্তিতে রোববার দিনগত রাতে র‍্যাবের একটি দল তাদেরকে অনুসরণ করে। মধ্যম মধুপুর ১৫ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের সামনে পাঁকা রাস্তার উপর ছিনতাইকারীরা সিএনজির চালককে মৃত্যুর ভয় দেখিয়ে সিএনজি ছিনতাইকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ৪  জনব্যক্তি দৌড়াইয়া পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‍্যাব তাদেরকে আটক করে।

আটককৃতরা হলো,মধ্যম মধুপুর এলাকার আবু আহম্মদ হারেছের ছেলে  ফারহান আহম্মেদ প্রকাশ পারভেজ (১৯),বালিগাওয়ের নূর আলমের ছেলে রুবু তাহসিন (১৯), পাঠানবাড়ী এলাকার মোঃ শাহাজাহানের ছেলে তানজিম হাসান (১৯) ও কাতালিয়ার রহিম উল্ল্যার ছেলে আজাহার উদ্দিন (১৯)।

এসময় তাদের কাছ থেকে  ১ টি করে  ফোল্ডিং ব্লেড ,  খুর ও কাঁচি উদ্ধার করা হয়।

ফেনীস্থ র‍্যাব-৭ এর কোম্পানী অধিনায়ক আব্দুল্লাহ আল জাবের ইমরান জানান, জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায় , তারা মূলত কিশোর গ্যাং এর সক্রিয় সদস্য।  তারা ০৪ জন মিলিত হয়ে ফেনী জেলার বিভিন্ন স্থানে  যাওয়ার কথা বলে সিএনজি ভাড়া করে সুবিধা জনকস্থানে পৌছানো মাত্রই ব্লেড , খুর ও  কাঁচি ইত্যাদি দ্বারা মৃত্যুর ভয় দেখিয়ে অনেক চালকের নিকট হতে সিএনজি , নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায়।

 

ট্যাগ :

আরও পড়ুন


Logo