মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে ইসমাইল সাবরি ইয়াকুবকে নিয়োগ দিয়েছেন রাজা আল সুলতান আব্দুল্লাহ। শুক্রবার ঊর্ধ্বতন মালয় শাসকদের সঙ্গে সাক্ষাতের পর সাবরিকে নবম প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগের আদেশ দেন রাজা।এতে মুহিইদ্দিন ইয়াসিনের স্থলাভিষিক্ত হলেন ইসমাইল সাবরি।
শনিবার রাজধানী কুয়ালালামপুরের রাজপ্রাসাদে শপথ নেবেন সাবরি। বৃহস্পতিবারেই পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর পরবর্তী সরকার গঠনের অপেক্ষায় ছিলেন তিনি।
গত সোমবার যে জোট সরকারের পতন হয়েছে সেই সরকারের এমপি’দেরই সমর্থন পেয়েছেন তিনি।