আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফেনী দাগনভুঞা উপজেলা জায়লস্কর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ফেনী প্রেসক্লাব ও টেলিভিশন সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি রফিকুল ইসলাম”র গণসংযোগে ব্যাপক সাড়া দিয়েছে সাধারণ মানুষ। তফসিল ঘোষণার পর নির্বাচনী ৮নং জায়লস্কর ইউনিয়ন বাসীর সাথে মতবিনিময় ও গণসংযোগ অব্যাহত রেখেছেন তিনি।
ওই ইউনিয়নের ভিভিন্ন শ্রেনী-পেশার সাধারণ মানুষ ও গ্রামবাসীর সাথে মতবিনিময় ও সাক্ষাৎ করে যাচ্ছেন।তিনি। ইতোমধ্যে পুরো ইউনিয়নে দলমত নির্বিশেষে ভোটারদের ব্যাপক সাড়া পেয়েছেন। সবাই তাকে ভোট দিয়ে নির্বাচিত করার আশ্বাস দিচ্ছেন।
দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে চেয়াম্যান নির্বাচিত হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন সাংবাদিকনেতা রফিকুল ইসলাম।
তিনি আরো বলেন, সকল লোভ লালসার উর্ধ্বে উঠে আইন ও ন্যায় বিচারের স্বার্থে সামাজিক স্থিতিশীলতা রক্ষায় চেয়ারম্যান পদে নির্বাচনী মাঠে নেমেছেন।
সাধারণ মানুষদের সাথে কুশল বিনিময় কালে তাদের ভোট দেয়ার প্রতিশ্রুতিতে তিনি বিপুল ভোটে জয়লাভের স্বপ্ন দেখছেন।
গণসংযোগকালে তার সাথে ভিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।