জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে ফেনী জেলা আওয়ামীলীগ।
এ উপলক্ষে সোমবার সকালে শহরের পৌরসভাস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
জেলা আ.লীগ সভাপতি পিপি হাফেজ আহম্মেদের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক শহীদ খোন্দকারের সঞ্চালনায় জেলা আ.লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন ।
এর আগে সকাল ৯টায় শহরের জেল রোডস্থ স্মৃতিস্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।
এছাড়া সন্ধ্যায় ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ফেনী পৌর আ.লীগ।