ছাগলনাইয়ায় মাদক মামলার ১ বছরের সাজাভুক্ত আসামী রিয়াজুল হাসানকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়। হাসান ছাগলনাইয়ার বাঁশপাড়া গ্রামের ফয়েজ আহাম্মদের ছেলে।
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে বাঁশপাড়াস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
ছাগলনাইয়া থানার ওসি শহীদুল ইসলাম সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।