বিশ্বের মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসব। এবার নগ্ন হয়ে ইউক্রেনে রাশিয়ার হামলার প্রতিবাদ জানিয়েছেন এক ইউক্রেনীয় নারী। ওই নারীর শরীরে ইউক্রেনের পতাকা আঁকা ছিল। উৎসবে নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা ছুটে আসার আগ পর্যন্ত তিনি ওভাবেই ফটোশুটের জন্য পোজ দিয়ে দাঁড়িয়ে ছিলেন।পরে নিরাপত্তাকর্মীরা তাকে পোশাকে ঢেকে সেখান থেকে সরিয়ে নেন।
এ সময় কান উৎসবে লাল গালিচার ওপর দাঁড়িয়ে চিৎকার করে বলেছেন, ‘আমাদের ধর্ষণ করা বন্ধ করুন’। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।