ফেনী
বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সকাল ৮:৫২
, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ভাসানচর রোহিঙ্গা শিবিরে ফুটবল প্রতিযোগিতা

ভাসানচরে বৃহস্পতিবার বিকালে ৬১ নং ক্লাস্টার সংলগ্ন ফুটবল মাঠে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ভাসানচরে অবস্থানরত এফডিএমএনদের সাংস্কৃতিক ও মানসিক উৎকর্ষতা বিকাশের লক্ষ্যে ২০২১ সালের ডিসেম্বর হতে ক্যাম্প

ইনচার্জ কার্যালয়ের সরাসরি তত্তাবধানে ও এনজিও, আইএনজিওর সার্বিক সহযোগিতায় ৮ টি রোহিঙ্গা দল নিয়ে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের সমাপনীতে প্রধান অতিথি ছিলেন চীনের রাষ্ট্রদূত লি জিমিং।
ভাসানচর ক্যাম্প ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (উপ-সচিব) মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন।

এসময় বাংলাদেশ নেভীর ওআইসি, ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, এনএসআইয়ের উপ-পরিচালক,
এপিবিএনের ভারপ্রাপ্ত কর্মকর্তা, ডিজিএফআইয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ এনজিও, আইএনজিওর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
খেলায় অংশ নেন ব্রাদার্স ইউনিয়ন ফুটবল ক্লাব, ভাসানচর বনাম ড্রিম ফুটবল ক্লাব।অনুষ্ঠানে বিজয়ী ড্রিম ফুটবল ক্লাবের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।

ট্যাগ :

আরও পড়ুন


Logo