ফেনী
বুধবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, রাত ৯:১২
, ১১ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ফুলগাজীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার 

ফেনীর ফুলগাজিতে  নিখোঁজ মাদ্রাসা ছাত্রী জেমি আক্তার লিজার (৯) গলিত লাশ উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার বিকালে উপজেলার আমজাদহাট ভূমি অফিস সংলগ্ন মসজিদের পুকুর থেকে এ লাশ উদ্ধার করা হয়।
লিজার মা জেসমিন আক্তার জানান,গত বৃহস্পতিবার বিকালে আমজাদ হাট বাজারে জেঠার বাসায় যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয় লিজা। এরপর থেকে লিজা নিখোঁজ হলে তাকে অনেক খোজাখুজি করেও না পেয়ে শনিবার সন্ধায়  ফুলগাজি থানায় সাধারণ ডায়েরী করা হয়।
লিজা আমজাদ হাট ইউনিয়নের দক্ষিন তারাকুছা গ্রামের মমিনুলের মেয়ে। সে স্থানীয় নেয়াজ ফয়জুন্নেসা ইসলামিয়া দাখিল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণিতে অধ্যয়নরত।
ফুলগাজি থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান জানান, নিখোঁজ ঘটনায় সাধারণ ডায়েরীর পর থেকে পুলিশ অনুসন্ধান শুরু করে। কিন্তু বৃহস্পতিবার বিকালে খবর পেয়ে মৃত অবস্থায় লাশ উদ্ধার করা হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo