ফেনীতে ট্রেনে কাটা পড়ে আঁখি বেগম (২৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জেলার ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত আঁখি বেগম মুহুরীগঞ্জ রেলস্টেশনে কর্মরত পয়েন্টসম্যান আবদুল কাদেরের স্ত্রী।
ফেনী জিআরপি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাজেন্দ্র প্রসাদ দাস জানান, চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী সাগরিকা ট্রেন মুহুরীগন্জ রেলস্টেশন এলাকা পার হচ্ছিল। এ সময় আঁখি বেগম আনমনা হয়ে রেললাইন পার হচ্ছিলেন। তিনি পা পিছলে ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।