ফেনীর দাগনভূঞায় মিফতাহুল মালিহা আফরা নামের (৭) এক শিক্ষার্থীকে হত্যার অভিযোগ উঠে। শনিবার দুপুরে উপজেলার জায়লস্কর ইউনিয়নের দক্ষিণ নেয়াজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বাগান থেকে এ শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আফরা ওই বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী এবং ওই গ্রামের ওসমান গনির মেয়ে।
দাগনভুইয়া থানার ওসি হাসান ইমাম জানান, নিহত আফরা শনিবার সকালে স্কুলে যায়। দুপুরে স্কুলের পাশে একটি বাগানে মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। শিশুটির মুখে ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। শিশুটিকে আঘাতে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।