ফেনীর ছাগলনাইয়ায় দুইশ পিস ইয়াবাসহ জাহাঙ্গীর আলম (৪৮) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।রোববার উপজেলার পাঠাননগর এলাকা থেকে তাকে আটক করা হয়।সে ওই গ্রামের আব্দুর রবের ছেলে।
পুলিশ সুত্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই সোহেল কামালের নেতৃত্বে পুলিশের একটি দল পাঠাননগর এলাকায় অভিযান পরিচালনা করে।এসময় মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম থেকে দুইশ পিস ইয়াবা উদ্ধার করা হয়।এ ঘটনায় তাঁর বিরুদ্বে মাদক আইনে মামলা দায়েরপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে পুলিশ।