ফেনী
বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সকাল ৮:৪৮
, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ফেনীতে ২৭ লাখ টাকা মুল্যের ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

৪ বিজিবি ফেনীর অভিযানে প্রায় ২৭ লাখ ৮০ হাজার টাকা মূল্যেরর ৮ হাজার ৬শ পিস ইয়াবাসহ ব্যবসায়ী সুব্রত কুমার নাথ (৫২)কে গ্রেফতার করেছে।এসময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়।বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার দিকে জোরারগঞ্জ থানাধীন নয়াটিলা মাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে রাতে ওই থানায় হস্তান্তর করে।

৪ বিজিবি ফেনী সুত্র জানায়, ওই সময় ৪ বিজিবি ফেনীর দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২২০৩/২-আরবি হতে আনুমানিক ৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে জোরারগঞ্জ থানাধীন নয়া টিলা মাজার এলাকা দিয়ে ইয়াবার একটি বড় চালান রামগড় এলাকা হতে ফেনীর দিকে প্রবেশ করতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে ফেনীর বিজিবির একটি বিশেষ টহলদল ওই এলাকায় গমন করে। বিজিবির টহলদল
এক ব্যক্তিকে মোটরসাইকেল করে নয়া টিলা মাজার নামক স্থানে আসতে দেখে তার দিকে অগ্রসর হয় ও মোটরসাইকেলসহ তাকে আটক করে। একপর্যায়ে মোটর সাইকেল তল্লাশী করে অভিনব কায়দায় মোটর সাইকেলের সীটের নীচ হতে ৮ হাজার ৬০০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ চট্রগ্রাম চকবাজার থানার ১৬ শহর স্টেশন এলাকার নারায়ণ চন্দ্র নাথের ছেলে
সুব্রত কুমার নাথকে আটক করে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo