ফেনী
বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সকাল ৭:১৯
, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

দাগনভুইয়ায় মারধরের ভয় দেখিয়ে ছাত্রকে বলৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার 

ফেনীর দাগনভুইয়ায় মারধরের ভয় দেখিয়ে ৮ বছরের এক ছাত্রকে দিনের পর দিন বলৎকার করার অভিযোগে মাদরাসার হেফজখানার আবাসিক শিক্ষক আব্দুল জলিল (২১) কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ১ টার দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নের মঈনুল ইসলামিয়া মাদরাসা ও এতিমখানা থেকে তাকে গ্রেফতার করে বিকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
জানা গেছে, বিভিন্ন ধর্মীয় কসম ও শ্রেনীকক্ষে মারধরের ভয় দেখিয়ে মাদ্রাসার শিক্ষক আব্দুল জলিল শিশুটিকে
বিভিন্ন সময়ে বলৎকার করে আসছিল। বিষয়টি জানতে পেরে ওই ছাত্রের পিতা বাদি হয়ে দাগনভুইয়া থানায় মঈনুল ইসলামিয়া মাদরাসা ও এতিমখানার আবাসিক শিক্ষক জলিলের বিরুদ্ধে মামলা দায়ের করে। পুলিশ বিষয়টি তদন্ত করে অভিযুক্ত শিক্ষক  আব্দুল জলিলকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত জলিল খাগড়াছড়ি জেলার গুইমারা গ্রামের আবু ছায়েদের ছেলে।
দাগনভুইয়া থানার ওসি ইমাম হাসান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন জানান,অভিযুক্ত শিক্ষক আদালতে স্বীকারোক্তি মুলক জবানবন্দি প্রদান করে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo