ফেনীর ফুলগাজী থেকে অপহৃত স্কুল ছাত্রীকে (১২) কুমিল্লা থেকে তিনমাস পর উদ্ধার করেছে ফুলগাজী থানা পুলিশ। এঘটনায় জড়িত থাকার অভিযোগে শরীফুল ইসলাম (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে।শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।সে উপজেলার সদর ইউনিয়নের বাশুড়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।
পুলিশ সুত্র জানায়, গত ৭ এপ্রিল সকালে ওই ছাত্রী বাড়ি থেকে স্কুলে আসার পথে ফতেহপুর রাস্তার মাথায় পৌছালে বখাটে শরীফুল ইসলাম তাকে জোরপূর্বক সিএনজি চালিত অটোরিকশা করে তুলে নিয়ে যায়। এদিকে মেয়েকে বিভিন্ন জায়গায় খোজাখুজি করে না পেয়ে ওই ছাত্রীর বাবা গত ২৫ এপ্রিল শরীফুলকে বিবাদী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ফেনীর ফুলগাজি থানায় মামলা দায়ের করেন। এঘটনায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে কুমিল্লার কোতোয়ালি থানার কান্দির পাড় এলাকা থেকে শরীফুলকে গ্রেপ্তার করে। এসময় পুলিশ তাঁর দেওয়া তথ্যমতে ওই ছাত্রীকে উদ্ধার করে।
ফুলগাজী থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।