ফেনী
বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সকাল ৯:২০
, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ভিন্ন চরিত্রে অভিনয়ে দর্শকমহলে প্রশংসিত সাবিলা নূর

খুব অল্প সময়ের মধ্যে তিনি ছোট পর্দায় তার অবস্থান শক্ত করেছেন। সময়ের সঙ্গে সঙ্গে অভিনয়ে দক্ষ হয়েছেন, গল্পের প্রয়োজনে নিজেকে ভেঙেছেন, নিজেকে গড়েছেন ভিন্নধারায়। চরিত্রের ধারা পাল্টেছেন, ধরা দিয়েছেন ভিন্ন ভিন্ন অবতারে। সম্প্রতি তার অভিনীত বেশ কয়েকটি নাটক রীতিমতো ভাবিয়ে তুলেছে দর্শককে। গল্পের আদলে তাদের সম্মুখীন করেছে কঠিন বাস্তবতার। মাহমুদুর রহমান হিমি পরিচালিত ‘রিদিকা’, এ ছাড়া ‘নিজস্ব প্রতিবেদন’, লাস্ট ফাইভ আওয়ারস’ নাটকগুলো ছিল তেমনি সাড়া জাগানো কিছু নাটক। প্রকাশের পর থেকেই ব্যাপক আলোড়ন জাগিয়েছে নাটকগুলো, প্রশংসিত হয়েছে দর্শকমহলে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা প্রশংসায় সিক্ত করছেন অভিনেত্রী সাবিলা নূরকে।

অসহায়, অন্যায়ের শিকার, আশ্রয়হীন এক তরুণীর নিজের গায়ে আগুন জ্বালিয়ে আত্মহত্যা করার করুণ কাহিনি নিয়ে নাটক ‘নিজস্ব প্রতিবেদন’। বর্তমানে নাটকটি আলোচনার শীর্ষে রয়েছে। নাটকে নির্যাতিত নারীর চরিত্রে সাবিলা নূরের অভিনয়ের সামাজিক যোগাযোগমাধ্যমে ভূয়সী প্রশংসা করেন অনেক দর্শক।

অন্যদিকে, নানা প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়া মানসিক ভারসাম্যহীন এক নারী ‘রিদিকা’। চরিত্রটিতে সাবিলার লুক আর তার সাবলীল অভিনয়ের সঙ্গে দর্শক নিজেকে যুক্ত করতে পেরেছেন সহজেই।

যার প্রশংসা হচ্ছে নেটমাধ্যমে। আবার একজন কর্মজীবী নারীকে কতটা বৈষম্য একই সঙ্গে যৌন হয়রানির মতো নানা প্রতিকূলতার মধ্য দিয়ে চাকরি করতে হয়, সেই গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘মে আই কাম ইন’।

সর্বোপরি সব কটি নাটকই ছিল আলোড়ন জাগানো। ভিন্ন ধারার গল্প। কঠিন বাস্তবতার গল্প।ক্যারিয়ারে এত অল্প সময়ে সাবিলা নূর কীভাবে অভিনয়ে নিজেকে সাবলীল, পটু করেছেন, তা পর্দায় উপলব্ধি করেছেন নাটকপ্রেমীরা।

ট্যাগ :

আরও পড়ুন


Logo