ফেনী
বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সকাল ৭:৫৬
, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

দুর্গাপূজা উপলক্ষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ফেনী রিপোর্টার্স ইউনিটির উপহার প্রদান

ফেনী রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপহার প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে শহরের রাজাঝি দীঘির পাড়স্থ ইউনিটি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী পৌরসভার প্যানেল মেয়র ও জেলা পুজা উদযাপন পরিষদের মহিলা বিষয়ক সম্পাদিকা মঞ্জু রানী দেবী।বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা পুজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও ফেনী জজ কোর্টের বিজ্ঞ আইনজীবী সমির চন্দ্র কর।

ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও এশিয়ান টিভির বিশেষ প্রতিনিধি জাফর সেলিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও দৈনিক সময়ের আলোর ফেনী জেলা প্রতিনিধি মাঈন উদ্দিন পাটোয়ারীর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন ইউনিটির প্রতিষ্ঠাতা সদস্য ও দৈনিক ইত্তেফাকের ফেনী জেলা প্রতিনিধি হাবিবুর রহমান খান,বর্তমান কমিটির কোষাধ্যক্ষ ও সাপ্তাহিক স্বাস্থ্য কথার সম্পাদক কাজী নজির আহম্মদ, দপ্তর সম্পাদক ও দৈনিক আজকের সংবাদের ফেনী জেলা প্রতিনিধি এম.নাছির উদ্দিন, ক্রীড়া সম্পাদক ও নতুনআলো প্রতিদিনের ফেনী প্রতিনিধি রাজিব মাসুদ, নির্বাহী সদস্য ও দৈনিক এশিয়া বানীর ফেনী জেলা প্রতিনিধি ফারুক সবুজ,সাধারণ সদস্য ও সাপ্তাহিক ফেনীর আলোর বিশেষ প্রতিনিধি সজিব দেবনাথ,এশিয়ান টিভির ফেনী জেলা প্রতিনিধি জিয়া উদ্দিন সোহাগ,দৈনিক মুক্ত খবরের ফেনী জেলা প্রতিনিধি মাসুম বিল্লাহ ও শিক্ষার্থী নয়ন দেবনাথ।

এসময় ইউনিটির সাধারণ সদস্য ও দৈনিক আলোকিত দেশের ফেনী জেলা প্রতিনিধি শাখাওয়াত হোসেন, সাধারণ সদস্য ও দৈনিক আমাদের ফেনীর বিশেষ প্রতিনিধি সাইফ সুমির এবং সহযোগী সদস্য ও আচলের ফুলগাজী প্রতিনিধি মহি উদ্দিন মহি, সহযোগী সদস্য ও দৈনিক শব্দ মিছিলের ফেনী জেলা প্রতিনিধি নাছির উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।

বক্তাগন বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফেনী রিপোর্টার্স ইউনিটির আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপহার প্রদান অনুষ্ঠান সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত।এমন ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান আয়োজন অতীতে কখনো হয়নি।সাহসিকতার সহিত অল্প সময়ের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির অনুষ্ঠান আয়োজন করায় ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাফর সেলিম নেতৃত্বাধীন কমিটির ভুয়সী প্রশংসা করেন বক্তারা

ট্যাগ :

আরও পড়ুন


Logo