ফেনী
বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সকাল ৮:৪৪
, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

প্রেস কাউন্সিল পদক অর্জন

দৈনিক যুগান্তর ফেনী অফিসের আয়োজনে মিলাদ ও শোভাযাত্রা

প্রাতিষ্ঠানিক ক্যাটাগরিতে দৈনিক যুগান্তর শ্রেষ্ঠ গণমাধ্যম হিসেবে বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক অর্জন করায় পত্রিকাটির ফেনী অফিসের আয়োজনে সোমবার দুপুরে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি যতন মজুমদার’র সভাপতিত্বে ও ইউনিয়নের  সাধারণ সম্পাদক জহিরুল হক মিলন’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী পৌরসভার মেয়র ও  পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজি।এসময় ফেনী জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি ও  সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য শুকদেব নাথ তপন, চ্যানেল আই প্রতিনিধি রবিউল হক রবি, জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ তপু,  ইউনিয়নের কোষাধ্যক্ষ সৈয়দ মনির , সদস্য আবু জাফর, তোফায়েল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, বস্তুনিস্ট, নির্ভিক ও সমাজের জন্য ইতিবাচক সংবাদ প্রকাশ করে সাংবাদিকদের সর্বোচ্চ সম্মানি পদক বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক অর্জন করেছে দৈনিক যুগান্তর।

এদিকে দুপুরে বক্সমাহমুদ মাদ্রাসায় এতিমখানায় বিশেষ দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo