ফেনী
বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সকাল ৮:২৩
, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ফেনী মুক্ত দিবস পালিত

ফেনীতে নানা যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে হানাদারমুক্ত দিবস। এ উপলক্ষে মঙ্গলবার সকালে শহরের জেল রোড়স্থ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। এ সময় জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল-হাসান, পুলিশ সুপার জাকির হাসান, ফেনী জজ আদালতের জিপি প্রিয় রঞ্জন দত্ত, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মোতালেবসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

এদিকে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সকালে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় মিলিত হয়।

এর আগে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo