ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার যতন মজুমদার নাগরিক টিভির ফেনী প্রতিনিধি হিসাবে নিয়োগ পেয়েছেন। নাগরিক টিভির বার্তা প্রধান ও এইচআর বিভাগ সাক্ষরিত এক নিয়োগ পত্রের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
যতন মজুমদার ইতিপূর্বে বাংলাশের বহুল প্রচারিত দৈনিক বাংলার বানী, দৈনিক জনকন্ঠ, ডেইলী ইন্ডিপেডেন্ট, বৈশাখী টেলিভিশন ও যমুনা টেলিভিশনে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি ফেনী রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সদস্য ও চারবারের নির্বাচিত সাধারন সম্পাদক ও ফেনী প্রেস ক্লাবের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
তিনি বর্তমানে বহুল প্রচারিত দৈনিক যুগান্তর, ডেইলী ঢাকা ট্রিবিউনের ফেনী প্রতিনিধি ও সাপ্তাহিক ফেনীর আলোর নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করছেন। দায়িত্ব পালনে ফেনর সকল জনপ্রতিনিধি,প্রশাসন,গনমাধ্যম কর্মীসহ গণমানুষের সহযোগিতা কামনা করেছেন।