ফেনী
বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সকাল ৮:২৩
, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ফেনীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেফতার 

ফেনীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে কামরুল হাসান সজিব (১৮), ইমন হোসেন প্রকাশ বিপ্লব (১৮) ও মোঃ রফিক প্রকাশ রাকিব (১৯) কে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার রাতে শহরের রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ।
জানা গেছে, রেলওয়ে স্টেশন এলাকার পশ্চিম পার্শ্বে ফাকা জায়গার উপর মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে ছিনতাই করার প্রস্তুতি নেওয়ার তথ্য পেয়ে র‍্যাবের একটি দল ওই স্থানে অভিযান চালিয়। এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ৩ ছিনতাইকারী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া করে তাদের আটক করে। পরে তাদের দেহ তল্লাশী করে ২ টি ফোল্ডিং চাকু, ১ টি চাকু ও ১ টি চাপাতি উদ্ধার করা হয়।
র‍্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মোহাম্মদ সাদেকুল ইসলাম  জানান, তাঁরা মূলত কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। তাঁরা পরস্পর যোগসাজসে ফেনী রেলওয়ে স্টেশন এলাকাসহ পার্শ্ববর্তী অন্যান্য স্থানের যাত্রী ও পথচারীদেরকে অস্ত্রের ভয় দেখায়ে মূল্যবান মালামাল ছিনিয়ে নিয়ে আসছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo