ফেনী
বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সকাল ৮:৫৭
, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

৫ ককটেল-জিহাদী বই উদ্ধার 

ফেনীতে জামায়াতের ১২ নেতাকর্মী আটক

ফেনীতে জামায়াতের  ১২ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এসময় ৫ ককটেল ও জিহাদী বই উদ্ধার করা হয়।

শনিবার সকালে শহরের কুমিল্লা বাসস্ট্যান্ড সংলগ্ন ফেনী জেলা জামায়াতের কার্যালয় থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে ফেনী জেলা জামায়াতের কার্যালয়ে অভিযান চালানো হয়। এ সময় নাশকতার পরিকল্পনাকালে পাঁচটি ককটেল ও জিহাদী বইসহ ১২ জনকে আটক করা হয়।

ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দিন জানান, আটককৃতরা ওই কার্যালয়ে বসে গোপন বৈঠক করে সরকার বিরোধী নাশকতার পরিকল্পনা করছিলেন।তাদের  জিজ্ঞাসাবাদ শেষে নাম পরিচয় গণমাধ্যমে বিস্তারিত জানানো হবে। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে।

ফেনী জেলা জামায়াতের আমির শামসুদ্দীন পুলিশের অভিযোগ করা নাশকতার পরিকল্পনা সভার তথ্য কাল্পনিক ও বানোয়াট বলে দাবি করে বলেন, জেলা জামায়াতের কার্যালয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের একটি অবহিতকরণ সভা ছিল।

ট্যাগ :

আরও পড়ুন


Logo