ফেনী
বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সকাল ৯:০৫
, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

সোনাগাজীতে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মোটরসাইকেল চুরির মামলা

সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য গোলাম কিবরিয়া শামিমসহ আন্ত: জেলা চোর চক্রের ৫ সদস্যের বিরুদ্ধে মোটরসাইকেল চুরির মামলা দায়ের করা হয়।বৃহস্পতিবার ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও সোনাগাজী আমলী আদালতে বাদি হয়ে এ মামলা দায়ের করেন উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের বাখরিয়া গ্রামের নুরুল আমিনের ছেলে আব্দুল্লাহ আল নোমান।আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআই ফেনীকে তদন্ত প্রতিবেদন দাখিল করার আদেশ দেন।

সুত্রে জানা গেছে, সোনাগাজী পৌরসভার রাকিব প্লাজাস্থ ‘ব্লু ড্রিম’ নামক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আব্দুল্লাহ আল নোমান প্রতিদিনের ন্যায় ২০২২ সালের ২৩ অক্টোবর দুপুরের দিকে মার্কেটের নিচে YAMAHA FZSV2 150 CC নামে এক লাখ চলিশ হাজার টাকা মুল্যের মোটরসাইকেল রেখে দোকানে যায়।বিকাল প্রায় ৪ টার দিকে দোকান থেকে নেমে নিচে এসে দেখে তার মোটরসাইকেলটি চুরি হয়ে যায়।এসময় খোজখবর নিয়ে না পেয়ে আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের সি. সি ফুটেজ সংগ্রহ করে মোটরসাইকেল চোর ও চক্রের সদস্যদের পরিচয় সনাক্ত করে ভুক্তভোগী নোমান।

এ ঘটনায় নোমান বাদী হয়ে আমিরাবাদ ইউনিয়নের ৫ নং ওয়ার্ড’র ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া শামিম, পিরোজপুর জেলার সুটিয়াকাঠি এলাকার সামছুল হকের ছেলে মেহেদি হাসান তালুকদার, ফেনী সদর উপজেলার দক্ষিন ফরহাদ নগরের মৃত আলি আহম্মদের ছেলে মিন্টু মিয়া ও নবাবপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত মাস্টার জাফর আহম্মদের ছেলে আলি আশ্রাফ সোহেল এবং বরিশাল জেলার দেরবটি গ্রামের মৃত খালেক মাতব্বরের ছেলে বাদাল মতব্বর ও রনি দাসকে আন্ত: জেলা চোর চক্রের সংঘবদ্ধ সদস্য উল্লেখ করে তাদেরকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন।

এর আগে আমিরাবাদে এক সেনাকর্মকর্তার বাড়িতে ডাকাতির ঘটনায় ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া শামিমের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে সোনাগাজী মডেল থানা পুলিশ।

ট্যাগ :

আরও পড়ুন


Logo