ফেনী
বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সকাল ৭:৩৬
, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

সোনাগাজীতে অগ্নিকান্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই 

ফেনীর সোনাগাজীতে অগ্নিকান্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ ছাড়াইতকান্দি গ্রামের জুলু মিস্ত্রি বাড়িতে এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
সূত্রে জানা যায়, দুপুরে ওই বাড়ীর মৃত নওশা মিয়ার ছেলে আলমগীর হোসেনের স্ত্রী চুলায় পাতার আগুন জ্বালিয়ে শিশুসন্তানকে গোসল করানোর কাজে ব্যস্ত ছিলেন। এসময় চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে।এতে আলমগীরের রান্না ও বসত ঘর, তার ভাই হেলাল উদ্দিন ও ওয়াসিমের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে ফায়ারসার্ভিস দল ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সোনাগাজী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার জামিল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo