ফেনী
বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সকাল ৯:০৩
, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

ফেনীতে পুলিশ-আইনজীবীসহ ১৩ জনের দণ্ড

ফেনীতে ৬ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার মামলায় এক আইনজীবী, পুলিশের তিন বরখাস্তকৃত কর্মকর্তাসহ ১৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউসুফ এ রায় ঘোষণা করেন।

এসময় বরখাস্তকৃত এএসআই মাহফুজসহ ৮ আসামি আদালতে উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত দুই পুলিশ কর্মকর্তাসহ অপর ৫ আসামি পলাতক।

আদালতের এপিপি দ্বিজেন্দ্র কুমার কংশ বণিক জানান,আলোচিত এ মামলায় আদালত বরখাস্তকৃত এসআই মো. বিল্লাল হোসেন ও মো. আশিকুর রহমান, এএসআই মাহফুজুর রহমান, সালেহ আহম্মদ, ফরিদুল ইসলাম কোম্পানি, মো. জাফর কোম্পানিসহ ছয় আসামিকে ১৫ বছর করে কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন। জরিমানা আনাদায়ে তাদের ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া অ্যাডভোকেট জাকির হোসেন, গিয়াস উদ্দিন, আবদুল মোতালেব মুহুরী, কাশেম আলী, মো. শাহিন মিয়া ও তোফাজ্জল হোসেনসহ ৬ আসামিকে ১০ বছর কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা আনাদায়ে ৪ মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় তাদের। এছাড়া মাদক পরিবহনের কাজে ব্যবহৃত গাড়ির চালক জাবেদ আলীকে ৫ বছর কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা আনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আদালত সুত্র জানান, গত ৭ বছরে ৩৯ জন সাক্ষীর মধ্যে ২০২২ সালের ৬ মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডির কুমিল্লা জোনের অতিরিক্ত পুলিশ সুপার জালাল উদ্দিনের সাক্ষ্যগ্রহণ করা হয়। চাঞ্চল্যকর এ মামলায় তিন ম্যাজিস্ট্রেট, তদন্তকারী কর্মকর্তা ও মামলার বাদীসহ ১৬ জন সাক্ষ্য  দিয়েছেন। এ মামলার ১৩ আসামির মধ্যে ৮ জন আদালতে উপস্থিত ছিলেন। ৫ আসামি পলাতক।
গত ১ মার্চ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউসুফের আদালতে মামলার যুক্তিতর্ক উপস্হাপন শেষ হয়।

প্রসঙ্গত , ২০১৫ সালের ২১ জুন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোলে একটি শিশুকে ধাক্কা দিয়ে প্রাইভেটকারে করে পালিয়ে যাচ্ছিলেন এএসআই মাহফুজুর রহমান। র‌্যাব-৭ এর একটি দল গাড়িটি ধাওয়া করে আটক করে। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ৬ লাখ ৮০ হাজার পিস ইয়াবা ও নগদ ৭ লাখ টাকা জব্দ করে র‍্যাব।

ট্যাগ :

আরও পড়ুন


Logo