ফেনী
বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সকাল ৯:১৩
, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ছাগলনাইয়া স্বাস্হ্য  কমপ্লেক্সে বৈকালিক স্বাস্হ্য সেবা চালু

ফেনীর ছাগলনাইয়া উপজেলা স্বাস্হ্য  কমপ্লেক্সে বৈকালিক স্বাস্হ্য সেবা চালু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কমপ্লেক্সের হলরুমে উদ্বোধনী অনু্ষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা:  মো: শিহাব উদ্দিন। উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শোয়েব ইমতিয়াজ নিলয়ের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র এম মোস্তফা, ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার। বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডা: সাকিফ সাব্বির। অনু্ষ্ঠান পরিচালনা করেন ডা: ইমাম  হোসেন। ছাগলনাইয়া স্বাস্হ্য কমপ্লেক্সে সাপ্তাহিক ছুটি বাদে  প্রতিদিন বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দুজন ডাক্তার রোগী দেখবেন। এদের মধ্যে একজন কনসালটেন্ট ও একজন এমবিবিএস  ডাক্তার। প্রাথমিকভাবে ২০টি উপজেলার পাইলটিং ভাবে এ কার্যক্রম শুরু হয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo