ফেনীর ছাগলনাইয়া উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে বৈকালিক স্বাস্হ্য সেবা চালু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কমপ্লেক্সের হলরুমে উদ্বোধনী অনু্ষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা: মো: শিহাব উদ্দিন। উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শোয়েব ইমতিয়াজ নিলয়ের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র এম মোস্তফা, ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার। বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডা: সাকিফ সাব্বির। অনু্ষ্ঠান পরিচালনা করেন ডা: ইমাম হোসেন। ছাগলনাইয়া স্বাস্হ্য কমপ্লেক্সে সাপ্তাহিক ছুটি বাদে প্রতিদিন বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দুজন ডাক্তার রোগী দেখবেন। এদের মধ্যে একজন কনসালটেন্ট ও একজন এমবিবিএস ডাক্তার। প্রাথমিকভাবে ২০টি উপজেলার পাইলটিং ভাবে এ কার্যক্রম শুরু হয়েছে।