ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশের মহিপালে পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজীর মাসবাপী ইফতার অব্যাহত রয়েছে।ছয় বছর ধরে আওয়ামী লীগের এ নেতার ব্যতিক্রমী এ আয়োজন সর্বমহলে গ্রহণযোগ্যতা পেয়েছে।এবারের প্রথম রমজান থেকে মহাসড়কে চলাচলকারী পরিবহন চালক-হেলপার, শ্রমিক, পথচারী ও অসহায়-গরিব মানুষদের বিনামূল্যে ইফতারি করানো হয়।প্রতিদিন ৪ শ থেকে ৫ শ লোকের ইফতারির মেন্যুতে বুট, মুড়ি, বেগুনি, আলুর চপ, খেজুর, জিলাপী ও পানির বোতলসহ কয়েকটি আইটেম রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, প্রতিদিন আছরের নামাজের পর থেকে মহাসড়কেই দাঁড়িয়ে কয়েকজন স্বেচ্ছাসেবক নিয়ে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেন মেয়র স্বপন মিয়াজী।পরিবহনের গাড়ী থামিয়ে যাত্রী ও শ্রমিকদের হাতে ধরিয়ে দেন একটি প্যাকেট। সড়কে চলাচলকারী পথচারীরা এখান থেকে ইফতার সংগ্রহ করেন। মাগরিবের আযান হতেই অনেকে প্যাকেট নিতে এগিয়ে আসেন।
জয়নাল আবেদীন নামে এক পরিবহন শ্রমিক জানান, মহাসড়কে গাড়ি চালানো অবস্থায় ঠিকমতো ইফতার করার সুযোগ হয়না।এ কারণে অনেক সময় পানি দিয়ে ইফতার করি। কিন্তু গত কয়েক বছরে দেখে আসছি মহিপালে পৌঁছলে মেয়রের ইফতারের প্যাকেট পাই।তখন করা নিয়ে চিন্তা করতে হয় না।
ইফতার বিতরণের দায়িত্বে থাকা মাঈন উদ্দিন সুমন বলেন, মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীর নিজ অর্থায়নে প্রতিদিন রোজাদারদের মধ্যে তৈরি করা ইফতারি বিতরণ করা হয়। সড়কে যাতায়াতকারীরা মেয়রের এ ইফতার পেয়ে অনেক উপকৃত হচ্ছেন বলে জানান তিনি।
মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী জানান, একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ৬ বছর ধরে ইফতার খাওয়ানোর কাজ করতে পেরে নিজকে ভাগ্যবান এবং ধন্য মনে করছি। এখানে ধনী-গরিব সব শ্রেণির লোকই ইফতার করেন। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।