উচ্চ মূল্যস্ফীতির কারণে সঞ্চয় ভাঙানোর প্রবণতা বাড়ছে। চলতি অর্থবছরের ফেব্রুয়ারি পর্যন্ত আট মাসে সঞ্চয়পত্র কেনার চেয়ে তিন হাজার ৫১০ কোটি টাকা বেশি ভাঙিয়েছেন গ্রাহকরা। এর মধ্যে গত ফেব্রুয়ারি মাসে ৭ হাজার ১০৫ কোটি টাকার সঞ্চয়পত্র কেনার বিপরীতে ভাঙানো হয় ৭ হাজার ৫৪৫ কোটি টাকার। শুধু এক মাসেই কেনার চেয়ে বেশি ভাঙানো হয়েছে ৪৪০ কোটি টাকা।
গত ফেব্রুয়ারিতে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৭৮ শতাংশ। গড় মূল্যস্ফীতি ঠেকেছে ৮ দশমিক ১৪ শতাংশে। বেসরকারি গবেষণা সংস্থার হিসাব অনুযায়ী, মানুষের প্রকৃত জীবনযাত্রার ব্যয় আরও বেশি। গত বুধবার প্রকাশিত সানেমের জরিপ অনুযায়ী, মানুষের আয় আগের মতো থাকলেও ব্যয় অনেক বেড়েছে। এরকম অবস্থায় খাদ্য অভ্যাস বদল করেছে অনেক মানুষ। কেউ-কেউ এখন সঞ্চয় ভেঙে খাচ্ছে, নতুন সঞ্চয় বিমুখ হচ্ছে। ঋণ করেও চলছে অনেকে। আবার দরিদ্রদের মধ্যে ৩৭ শতাংশ এখন এক বেলা কম খাচ্ছেন।