ফেনীতে সাড়ে ৩৫ লাখ টাকা মুল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার ভোর রাতে বিশেষ অভিযানে এসব জব্দ করা হয়।বুধবার এসব মালামাল স্থানীয় শুল্ক অফিসে জমা করা হয়।
বিজিবি সুত্র জানায়, চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়নের মধুগ্রাম বিওপির বিশেষ টহল দল ছাগলনাইয়া উপজেলার মধুগ্রাম বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা সীমান্ত পিলার ২১৯৬/৪-এস থেকে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিশেষ অভিযান পরিচালনা করে।
বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে ছত্রভংগ হয়ে পার্শ্ববর্তী গ্রামে পালিয়ে যায়। টহল দল চোরাকারবারিদের ফেলে যাওয়া মালামাল থেকে ভারতীয় শাড়িসহ চোরাচালানি মালামাল জব্দ করে। মালামালের আনুমানিক মূল্য ৩৫ লাখ ৫১ হাজার ৬৫০ টাকা।
ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ কে এম আরিফুল ইসলাম বলেন, সীমান্ত এলাকায় চোরাকারবারিরা ভারত থেকে অবৈধ উপায়ে এসব নিয়ে আসে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ফেনী ও আশপাশের জেলায় এগুলো বিক্রি করে থাকে। এসব মালামাল স্থানীয় শুল্ক অফিসে জমা করা হয়।