শিবিরের ফোকাস কোচিং সেন্টারে বসে নাশতার প্রস্তুতির অভিযোগে ফেনীতে আটক ২৬ যুবককে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। বুধবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে ফেনী কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের দিদার বিল্ডিংয়ে ফোকাস কোচিং সেন্টারে বসে নাশকতার প্রস্তুতির জন্য গোপন বৈঠককালে ৩০ থেকে ৩৫ জনকে আটক করে পুলিশ। পরে যাচাই-বাছাই করে ২৬ জনকে গ্রেফতার দেখানো হয়। এ ঘটনায় গোয়েন্দা পুলিশের এসআই সৈয়দ ফারুক আহমেদ বাদী হয়ে গ্রেফতারকৃত ২৬ জনকে এজাহার নামীয় ও অজ্ঞাত ২০/২৫ জনকে আসামি করে মামলা দায়ের করে।
তবে গ্রেফতারকৃত কয়েকজন দাবি করেন, তারা ফোকাস কোচিং সেন্টারে ইফতার মাহফিলের আলোচনা সভায় আসলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।
ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান, কোচিং সেন্টারের আড়ালে জামায়াত-শিবিরের কর্মীরা সংগঠিত হয়ে সেখানে নাশকতার পরিকল্পনা করছিল। আমরা সেখানে অভিযান চালিয়ে ৬টি ককটেলসহ ২৬ জনকে গ্রেফতার করেছি।তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়।