ফেনী
বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সকাল ৮:৫৬
, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ফরহাদ নগরে সরকারদলীয়দের হামলায় যুবদল নেতা শাহাদাতসহ আহত ৩

ফেনী সদর উপজেলার ফরহাদ নগরে সরকারদলীদের হামলায় যুবদল নেতা শাহাদাত হোসেনসহ ৩ নেতাকর্মী আহত হয়েছে।রোববার সন্ধ্যায় ইউনিয়নের ভোরবাজারে এ ঘটনা ঘটে।পুলিশ খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় যুবদল নেতা শাহাদাতকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসায় চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, ভোরবাজার মসজিদের ছাদে রোববার ইফতার অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি নেতা ও বাজারের ব্যবসায়ী সাইফুল ইসলাম।ওই ইফতার অনুষ্ঠানে ফেনী সদর উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাত হোসেনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের কিছু নেতাকর্মী অংশ নেন।ইফতার শেষে বাজারস্থ ওমরিয়া ফারুকিয়া দাখিল মাদ্রাসার মার্কেটে বিএনপি নেতা সাইফুলের দোকানে চা খেতে বসেন যুবদল নেতা শাহাদাতসহ তার অনুসারী নেতাকর্মীরা।এসময় তাদের উপর অতর্কিতভাবে হামলা চালায় সরকার দলীয় নেতাকর্মীরা।হামলায় তখন যুবদল নেতা শাহাদাত ও শাহীন এবং ছাত্রদল নেতা বাবলু আহত হন। একপর্যায়ে হামলা থেকে প্রানে রক্ষা পেতে যুবদল নেতা শাহাদাত দোকানের পিছনের দিকে বের হয়ে বাজারের পশ্চিমে কাশেম ড্রাইভারের বাড়িতে আশ্রয় নেন। সেখানেও হামলা চালিয়ে শাহাদাতকে রাস্তায় এনে এলোপাতাড়ি মারধর ও কুপিয়ে যখম করে ফেলে যায় হামলাকারীরা।খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: আসিফ ইকবাল জানান, প্রচুর রক্তক্ষরণে তাকে উন্নত চিকিৎসায় চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

এ ব্যাপারে ফরহাদ নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন টিপু জানান,স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে নানা বিভক্তি রয়েছে।ইফতার অনুষ্ঠানকে কেন্দ্র করে যুবদল নেতা শাহাদাত নিজদলীয় গ্রুপিংয়ের হামলার শিকার।তার উপর হামলার ঘটনায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কোন নেতাকর্মী জড়িত নন বলে দাবি করেন তিনি।

ফেনী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকার জানান, পরিকল্পিতভাবে যুবদল নেতা শাহাদাতকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

ফেনী মডেল থানাধীন বোগদাদিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) শাহাদাত হোসেন জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।তার নাম যে, শাহাদাত সেটি পুলিশ পরে জানতে পারে।এ ঘটনায় এখনও পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ পায়নি বলে জানিয়েছেন পুলিশ।

ট্যাগ :

আরও পড়ুন


Logo