ফেনীর ছাগলনাইয়ায় বোনকে ইভটিজিং করার প্রতিবাদ করায় সাহাদাত হোসেন নামে এক যুবককে ছুরিকাঘাতে খুন করেছে দূর্বৃত্তরা।
শুক্রবার বিকালে বোনকে নিয়ে উপজেলার পর্যটন স্পট এককুইল্লা দিঘী নামক স্থানে ঘুরতে গেলে এ ঘটনাটি ঘটে।
নিহত সাহাদাত একই উপজেলার শুভপুর ইউনিয়নের পর্ব জয়পুর গ্রামের মানিক মিয়ার ছেলে।
খবর পেয়ে ছাগলনাইয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে খুনের ঘটনায় ব্যবহৃত একটি রক্তাক্ত ছুরি উদ্ধার ও এঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে আটক করেছে।
ছাগলনাইয়া থানার ওসি সুদীপ রায় বিষয়টি নিশ্চিত করেন।