ফেনী
বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সকাল ৯:১১
, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

দাগনভূঞায় সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর করুণ মৃত্যু 

ফেনীর দাগনভূঞায় সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান (২৩) ও রবিন (২০) নামে দুই শিক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে। এ সময় আরও একজন আহত হন।সোমবার রাতে উপজেলার মোক্তার বাড়ির দরজা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।নিহত মেহেদী কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া গ্রামের বাসিন্দা। তিনি ঢাকা ইস্টার্ন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের সিভিলের ছাত্র ছিলেন।একই এলাকার রবিন সাভার সরকারি কলেজের এইচএসসি ফলপ্রার্থী। গুরুতর আহত লুৎফুল কবিরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম জানান, বসুরহাট থেকে নোয়াখালীর মাইজদী শহরের উদ্দেশে মোটরসাইকেলযোগে রওনা হন মেহেদী, রবিন ও লুৎফুল। পথিমধ্যে মোক্তার বাড়ির দরজা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে মেহেদী ও রবিনকে মৃত বলে জানান চিকিৎসক।এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo