ফেনীতে মো. সিরাজুল ইসলাম (৪৪) নামের সাজা প্রাপ্ত পলাতক আসামিকে ১৯ বছর পর গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।সিরাজ সোনাগাজী উপজেলার চর শাহভিকারী গ্রামের মৃত আহসান উল্যাহর ছেলে।
জানা গেছে,জায়গা নিয়ে বিরোধের জের ধরে ২০০৪ সালে ২৮ মে বিকাল ৪ টায় সময় আপন চাচাতো ভাই শহিদুল্লা ও তার দুই ভাইকে পুকুর থেকে গাছ কেটে ট্রলিতে উঠানোর সময় সিরাজুল ইসলাম সংঘবদ্ধ একটি দল নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়।পরে পরিবারের সদস্য ও এলাকাবাসী তাদের তিন ভাইকে মুমূর্ষু অবস্থায় ফেনী আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে পরেরদিন শহিদুল্লা মারা যান।ওই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে সোনাগাজী থানায় ৫ জনকে আসাাম করে একটি হত্যা মামলা দায়ের করেন।মামলা দায়েরের পর থেকে আসামিরা গ্রেপ্তার এড়াতে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।এ ঘটনায় আসামি মো. সিরাজুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৫০,০০০ হাজার টাকা জরিমানা করেন আদালত।
র্যাব ৭ ফেনী র্যাবের কোম্পানি অধিনায়ক স্কোয়াডন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সোনাগাজী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।