ফেনী
বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সকাল ৭:৩৮
, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ফেনীতে আদালত প্রাঙ্গনে নির্মাণ হচ্ছে বিচার প্রার্থীদের বিশ্রামাগার

ফেনী জেলা ও দায়রা আদালত প্রাঙ্গনে বিচারপ্রার্থীদের বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’র ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এর  ভিত্তিপ্রস্থরের ফলক উন্মোচন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি বোরহানউদ্দিন।
ফেনী জেলা ও দায়রা জজ এএসএম রুহুল ইমরানের সভাপতিত্বে এসময় গণপূর্ত বিভাগ ফেনীর নির্বাহী প্রকৌশলী মো: আকতার হোসেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আতাউল হক, পুলিশ সুপার জাকির হাসান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ রেজাউল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অভিষেক দাস, যুগ্ম জেলা ও দায়রা জজ বেলাল উদ্দিন ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান, মো: সিরাজুল উদ্দিন ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আশেকুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতি বোরহানউদ্দিন বলেন, দেশের উন্নয়নে ন্যায়ের শাসনের বিকল্প নেই। ন্যায় বিচার প্রার্থীদের সুবিধার্থে দেশের সবকটি জেলা আদালতে এমন বিশ্রামাগার নির্মাণ হচ্ছে। ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মিত হবে ফেনীর আদালতে ন্যায়কুঞ্জটি।

ট্যাগ :

আরও পড়ুন


Logo