জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে বালিগাঁও ইউনিয়নে ৭ নং ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।শনিবার বিকেলে স্থানীয় নিজাম উদ্দিন হাজারী কারিগরি মহাবিদ্যালয় সড়কে এ কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ফেনী জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জিয়া উদ্দিন বাবলু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম ফয়সাল, জেলা ছাত্রলীগের গ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক শাহাদাত হোসেন পলাশ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমতিয়াজ উদ্দিন শুভ, সাধারন সম্পাদক ইকবাল হোসেন, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আল মাসুদ, সাধারণ সম্পাদক দিদারুল আলম সিপাত।