তিন কোটি টাকা ব্যয়ে ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর খাজা আহমেদ উচ্চ বিদ্যা নিকেতনের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ফিতা কেটে এর উদ্বোধন করেন মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন হুমায়ুন।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিন্দুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুর নবী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাতার প্রবাসী আবুল কাসেম আজাদ, বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য খোরশেদ আলম ও সাবেক ইউপি সদস্য ফোরকান উদ্দিন প্রমুখ।