ফেনী
বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সকাল ৭:৪৯
, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বাড়িঘরে ঢুকেছে মুহুরী নদীর পানি, দুর্ভোগের শিকার ৩০ হাজার মানুষ 

ফুলগাজী-পরশুরাম সড়কে যান চলাচল বন্ধ থাকায় মাছ শিকারে মানুষ। 

অতিবৃষ্টি ও উজানে ভারতীয় পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী নদীর পানি সড়কে উঠে যাওয়ায় বুধবার সকাল থেকে ফেনী-পরশুরাম আঞ্চলিক মহাসড়কের ফুলগাজী বাজারের পর থেকে ছোট যানবাহন চলাচল বন্ধ রয়েছে। মুহুরী নদীর পানি বিপৎসীমার ১৪১ সেন্টিমিটার নিচদিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে ফুলগাজীর প্লাবিত এলাকা গুলো থেকে পানি নেমে কিছু নতুন নতুন এলাকায় প্রবেশ করছে।পানি নেমে গেলেও ভোগান্তি রয়ে গেছে। পানির প্রচন্ড বেগে বাঁধের আশপাশের ফুলগাজীর উত্তর বরইয়া, বনিক পাড়া, বিজয় পুর, কিসমত বিজয়পুর, বসন্তপুর, জগতপুরস এবং পরশুরামের পশ্চিম অলকা, পূর্ব অলকা, নোয়োপুর, অনন্তপুর, চিথলিয়া, ধনীকুন্ডা, রামপুর, রতনপুর, দূর্গাপুর, জয়পুর, ঘনিয়ামোডা, সাতকুতিয়াসহ বেশ কিছু গ্রামে বানের পানি ঢুকে পড়ে।
সুত্র জানান, ফুলগাজী ও পরশুরামের ১৫ গ্রামের ৩০ হাজার মানুষ পানিবন্দি। বানবাসি মানুষদের জন্য শুকনো খাবার দেয়া হচ্ছে।
ফুলগাজী উপজেলা কৃষি ও মৎস্য বিভাগ সূত্র জানায়, ফুলগাজী উপজেলার তিনশত হেক্টর রোপা আমন বন্যার পানিতে ডুবে গেছে। ৯৫টি পুকুরের ৩০ মেট্রিক টন মাছ ও দশ লক্ষ পোনা ভেসে গেছে। প্রায় ৪৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ হয়েছে গ্রামিন সড়কের।
ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন বলেন, নদীর পানি প্রবাহ কমলে বাধের ভাঙ্গন স্থান জরুরী ভাবে মেরামত করার হবে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo