ফেনী
বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সকাল ৯:০১
, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শ্লীলতাহানির প্রতিবাদ করায় ভাইকে কুপিয়ে জখম, দুই আসামি গ্রেফতার

ফেনীর সোনাগাজীতে এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির প্রতিবাদ করায় চাচাতো ভাইকে কুপিয়ে জখম করার ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন,ভাদাদিয়া গ্রামের মোঃ ওবায়দুল হকের ছেলে এনামুল হক হাসান (১৯) ও সাতবাড়িয়া গ্রামের কবির আহাম্মদ প্রঃ সুমনের ছেলে  মোঃ ইমন হোসেন (২০)।

সোনাগাজী  মডেল থানার ওসি হাসান ইমাম জানিয়েছেন, অন্যান্য আসামিদের গ্রেফতারে সাড়াশি অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

এর আগে গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে বাড়ি ফিরছিল উপজেলার মতিগঞ্জ রিয়াজ উদ্দিন মুন্সির হাট কারামতিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।এসময় ১০-১২ জন কিশোর গ্যাংয়ের সদস্য ছাত্রীদের পিছু নিয়ে উত্ত্যক্ত করতে থাকে। সুলাখালী গ্রামের সোনা মিয়া হাজী বাড়ির মসজিদের সামনে গেলে বখাটেরা এক ছাত্রীর হিজাব টানা হেঁচড়া করে।তার চিৎকারে প্রবাস ফেরত চাচাতো ভাই রাফি এগিয়ে এলে বখাটেদের সঙ্গে তার বিতণ্ডা হয়। এসময় তারা রাফিকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়। সন্ধ্যায় রাফি ও তার আরেক আত্মীয় মোটরসাইকেলে পারিবারিক কাজে ফেনী শহরে যাচ্ছিলেন। মতিগঞ্জের ভাদাদিয়া গ্রামে গেলে ৮-১০ জন বখাটে তাদের গতিরোধ করে রাফির ওপর অতর্কিত হামলা করে।এসময় তাকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করেন। পরে ফেনী জেনারেল হাসপাতালে নিলে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এঘটনায় ওই দিন রাফির বাবা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ ও ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করে সোনাগাজী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন

ট্যাগ :

আরও পড়ুন


Logo