ফেনী
বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সকাল ৮:০৭
, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ফাজিলপুরে ৪৫২ পিস ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

ফেনী সদর উপজেলার ফাজিলপুরে ৪শ ৫২ পিস ইয়াবাসহ আবুল কালাম বাচ্চু (৪১) নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার রাতে ওয়ালিয়া মাদ্রাসা সংলগ্ন স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত বাচ্চু পশ্চিম ফাজিলপুর আজিম ব্যাপারী বাড়ির মোঃ রবিউল হকের ছেলে।

পুলিশ সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই সময় ফাজিলপুর ওয়ালিয়া মাদ্রাসা সংলগ্ন স্থানে অভিযান চালায় বোগদাদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা।এসময় মধুমতি বেকারির স্টাফ কোয়ার্টার থেকে চিহ্নিত মাদককারবারী বাচ্চুকে ৪৫২ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

ফেনী মডেল থানাধীন বোগদাদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিপুল চন্দ্র দে জানান, ইয়াবাসহ গ্রেফতারকৃত বাচ্চুর বিরুদ্ধে মাদকসহ ২টি মামলা রয়েছে৷

ট্যাগ :

আরও পড়ুন


Logo