ফেনী
বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সকাল ৭:৩৯
, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ফেনীতে মাদক উদ্ধার, যুবলীগ নেতার ভাইসহ দুই ব্যবসায়ী গ্রেফতার 

ফেনীতে ৩৬ বোতল বিদেশি মদ ও ৪ কেজি গাঁজাসহ দুই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার শহরের সুলতানপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
গ্রেফতাররা হলেন,ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের তালতলা গ্রামের বেলাল হোসেনের ছেলে দিদারুল ইসলাম প্রকাশ বাবু (২৫) এবং একই ইউনিয়নের আশ্রয়ণ এলাকার আবদুল গফুরের ছেলে বেলাল হোসেন সুজন (২০)।
পুলিশ সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সুলতানপুর এলাকায় অভিযান চালায় ফেনী মডেল থানা পুলিশের সদস্যরা। এ সময় গালস ক্যাডেট কলেজের পূর্ব পাশে আমিন বাজার সড়ক সংলগ্ন খালেক চেয়ারম্যানের কলোনির এক ভাড়াটিয়ার বাসা থেকে ৩৬ বোতল বিদেশি মদ ও ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে বাবু ও সুজন নামের ২ কারবারিকে গ্রেফতার করে পুলিশ।পরে এ ঘটনায় ফেনী মডেল থানায় ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এজহারভুক্ত আসামী আবু বকর ফেনী পৌরসভার ৬ নং  ওয়ার্ড যুবলীগের সভাপতি ফারুক আহমেদের ভাই। অন্যান্য আসামিরা ফারুকের ঘনিষ্টজন বলে জানা গেছে।
ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, গ্রেফতারকৃত আসামী বাবু ও  সুজনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এ ব্যাপারে ফেনী পৌর সভার ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ফারুক আহমেদ জানান, মাদক উদ্ধারের মামলায় একটি গোষ্ঠী চক্রান্ত করে আমার ভাই আবু বক্করকে আসামি করিয়েছে। এ ঘটনায় আমাকেও জড়ানোর চেষ্টা করা হয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo