ফেনী
বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সকাল ৮:৩২
, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ফেনী জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি শিপন, সম্পাদক সৌরভ 

বাংলাদেশ যুব ঐক্য পরিষদ ফেনী জেলার ত্রিবার্ষিক সম্মেলন শনিবার বিকেলে শহরের শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে। যুব ঐক্য পরিষদের আহ্বায়ক এড, শিপন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক উত্তম চক্রবর্তী। সম্মেলন উদ্ভোদন করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি রাহুল বড়ুয়া। এতে প্রধান বক্তা ছিলেন  ফেনী জেলা কমিটির সভাপতি শুকদেব নাথ তপন, বিশেষ অতিথি ছিলেন  কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সুবল ঘোষ, যুগ্ন সম্পাদক শিমুল সাহা,পরিবেশ বিষয়ক সম্পাদক এড,পলাশ কুমার নাথ,ফেনী জেলা কমিটির সাধারণ সম্পাদক লিটন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি দৈনিক এবেলা’র সম্পাদক সাংবাদিক যতন মজুমদার।জেলা যুব ঐক্যের সদস্য সচিব সৌরভ সাহা ও মাধবী লতার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে অতিথি বৃন্দ সাংগঠনিক ও জাতীয় পাতাকা ও কবুতর উড়িয়ে এবং বক্তব্য দিয়ে শুভ উদ্ভোদন করেন।
সম্মেলন শেষে ফেনীর বিভিন্ন উপজেলা ও পৌর কমিটির সভাপতি সাধারণ সম্পাদকদ বৃন্দের  ভোটা-ভোটিতে এড,শিপন বিশ্বাসকে সভাপতি এবং সৌরভ সাহাকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo