ফেনীর পরশুরামে জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকালে মির্জানগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার আফরোজা হাবিব শাপলা।
জেলা তথ্য অফিসার এস.এম. আল-আমিনের সভাপতিত্বে ও উচ্চমান সহকারী অনিল কুমার আসামের সঞ্চালনায় এতে বিশেষ অথিতি ছিলেন মির্জানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টু, মির্জানগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজ আহমেদ।