ফেনী
বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সকাল ৭:২১
, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

দৈনিক আজকের দর্পণের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দৈনিক আজকের দর্পণের নয় বছর পেরিয়ে ১০ বছরে পদার্পণ উপলক্ষে ফেনীতে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শুক্রবার সন্ধ্যা ৭ টায় শহরের একটি চাইনিজ রেষ্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দৈনিক আজকের দর্পণের ফেনী প্রতিনিধি রাজিব মাসুদের সভাপতিত্বে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী জেলা আওয়ামীলীলীগের যুগ্ন সাধারন সম্পাদক প্রবীন রাজনীতিবিদ আব্দুল করিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ফেনী জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক লায়লা জেসমিন বড়মনি, ফেনী জেলা ট্রাক-মিনিট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বাংলাভিশনের ফেনী প্রতিনিধি রফিকুল ইসলাম, ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক এবেলার সম্পাদক যতন মজুমদার, ফেনী জেলা শ্রমিকলীগের সহ-সাংগঠনিক সম্পাদক মনছুর আহমেদ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, ফেনী পৌর আওয়ামীলীগের সদস্য আব্বাস উদ্দিন মিলন, ফেনী পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তারেক আফতাব, মস্কো বেকার্সের ম্যানেজিং ডিরেক্টর এমইউবি ফয়সাল, মাসিক মৌলিকের সম্পাদক নূরুল আফছার, দৈনিক বাংলাদেশ বুলেটিনের ফেনী প্রতিনিধি সাদ্দাম হোসেন গনী, দৈনিক আজকের সংবাদের ফেনী প্রতিনিধি এম. নাছির উদ্দিন,এশিয়ান টিভির ফেনী প্রতিনিধি জিয়া উদ্দিন সোহাগ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দৈনিক আজকের দর্পণ ইতোমধ্যে ফেনীসহ সারা বাংলাদেশে সুনামের সাথে এগিয়ে যাচ্ছে। এই পত্রিকাটি শুধুমাত্র প্রিন্ট ভার্সনে নয় অনলাইনেও পাঠকপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। ফেনীতে ইতোমধ্যে পত্রিকাটি ভালো পাঠকপ্রিয়তা পেয়েছে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে এ পত্রিকা কোনো ছাড় দেয় না। সবার আগে সব ধরনের খবর আমরা দৈনিক আজকের দর্পণের মাধ্যামে পেয়ে থাকি।

ট্যাগ :

আরও পড়ুন


Logo