ফেনী
বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সকাল ৮:২৯
, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

চাঁদাবাজি মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ

পিটুকে পুলিশে সোপর্দ করলেন নিজাম হাজারী এমপি

ফেনী পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পিটুকে পুলিশে সোপর্দ করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।পাঁচগাছিয়া বাজারে চাঁদা না পেয়ে সদর উপজেলা ছাত্রলীগের সাবেক উপ-আইন সম্পাদক  কামরুজ্জামান রুবেল মিয়াজীর দোকানে হামলা ও ভাংচুরের মামলায় বৃহস্পতিবার দুপুরে পিটুকে গ্রেফতার দেখিয়ে ফেনী মডেল থানা পুলিশ আদালতে প্রেরণ করে।আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা লোকমান তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।

পিটুর বিরুদ্ধে ফেনী মডেল থানায় ৮টি ও সোনাগাজী মডেল থানায় ২টি মামলা ও  দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে।সে সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মধ্যম আহম্মদপুর গ্রামের আবুল কালামের ছেলে।

সম্প্রতি দলীয় এক সভায় যুবলীগ নেতা পিটু ফেনী পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজীর সাথে অসদাচরণ করলে তিনি বিষয়টি নিজাম হাজারী এমপিকে অবহিত করেন। এ ঘটনায় নিজাম হাজারী বুধবার সন্ধ্যায় পিটুকে শহরের মাস্টারপাড়ায় ডেকে নিয়ে পুলিশে সোপর্দ করেন।

এর আগেও তাকে জয়নাল হাজারী কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল হালিমের সাথে অসদাচরণের অভিযোগে পুলিশে দিয়েছিলেন নিজাম হাজারী।

 

 

 

 

ট্যাগ :

আরও পড়ুন


Logo