ফেনী
বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সকাল ৮:৩০
, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

নিজকুঞ্জরায় সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ৩

 ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর নিজকুঞ্জরা সমিতি বাজার সংলগ্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে  সিএনজিচালিত অটোরিকশা ইউটার্ন নেওয়ার সময় দ্রুতগামী একটি পরিবহনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।নিহতদের মাঝে অটোরিকশা চালকসহ ২ জন পুরুষ ও ১ জন নারী রয়েছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত তাদের নাম পরিচয়  জানা যায়নি।

সুত্র জানান, মুহুরীগঞ্জ এলাকায় মহাসড়কের চট্টগ্রামমুখী লেইনের পাশে সিএনজি পাম্প থেকে বের হয়ে একটি অটোরিকশা ইউটার্ণ নিয়ে ঢাকামুখী লেইনে যাওয়ার সময় দ্রুতগামী একটি পরিবহন অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি কয়েকবার উল্টে গিয়ে রাস্তার পাশে পড়ে যায়। তাৎক্ষণিক পুলিশ ও আশপাশের লোকজন এসে ঘটনাস্থল থেকে ৩ জনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

ফাজিলপুর হাইওয়ে থানার ইনচার্জ  রাশেদ খান চৌধুরী জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ৩ জনের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহতদের মাঝে ২ জন পুরুষ ১ জন নারী রয়েছেন। তাদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত অটোরিকশা উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo