ফেনী
বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সকাল ৮:২৫
, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

দাগনভূঁঞায় যুবলীগ নেতার বাড়ি থেকে টিসিবির মালামাল জব্দ

ছবি: ডিলার নজরুল ইসলাম 

ফেনীর দাগনভূঁঞায় সরকারি টিসিবির মালামাল চুরি করে বিক্রি করার সময় নজরুল ইসলাম বাঙালি নামের এক ডিলারের বাড়ির আঙ্গিনা থেকে ডাল, চাল ও তেল উদ্ধার করেছে প্রশাসন।শুক্রবার রাতে  উপজেলার রাজাপুর ইউনিয়নের জয়নারায়ণপুর গ্রামের দিঘির জান নামক এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।ডিলার নজরুল  রাজাপুর ইউনিয়নের জয় নারায়ণপুর গ্রামের রুস্তম আলীর ছেলে ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
সুত্রে জানা গেছে , টিসিবির মালামাল জনগণকে না দিয়ে বিক্রির চেষ্টা করছিল। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাজ শারমিন এক অভিযান পরিচালনা করে ১৬ বস্তা ডাল, ৩৩ বস্তা চাল, ৮৩ বোতল (২ লিটারের বোতল) তেল উদ্ধার করেন। এসময় অভিযানের টের পেয়ে ডিলার নজরুল ইসলাম বাঙ্গালি পালিয়ে যায়।
এ ব্যাপার দাগনভূঁঞা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাজ শারমিন জানান,উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে পরামর্শ করে ডিলারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo