ফেনী
বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সকাল ৮:৪৭
, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ফেনীতে ৩ শতাধিক নারীর মাঝে সেলাইমেশিন-বাইসাইকেল বিতরণ 

ফেনীতে ২শ ২০ স্কুল ছাত্রী ও ১শ অনগ্রসর নারীর মাঝে বাইসাইকেল এবং সেলাইমেশিন বিতরণ করা হয়েছে।এছাড়া ১শ ৫০ কৃষকের মাঝে ক্ষতিকর পোকামাকড়রোধী স্প্রে মেশিন ও  ৬শ ব্যক্তি- প্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া সামগ্রী দেওয়া হয়।

সোমবার দুপুরে সদর উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলা প্রাংগনে এসব  সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেনী জেলা প্রশাসক মোসম্মৎ শাহীনা আক্তার, পুলিশ সুপার মো. জাকির হাসান।

উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীলের সভাপতিত্বে ও ভাইস চেয়ারম্যান শহীদ খন্দকারের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন পাটোয়ারী, উপজেলা ভাইস চেয়ারম্যান জোৎস্না আরা জুসি,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ছনুয়া ইউপি চেয়ারম্যান করিম উল্যাহ বিকম,উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: সাইফুল ইসলাম, মাদ্রাসা শিক্ষকদের পক্ষ থেকে মাও: সিদ্দিক উল্লাহ,স্কুল শিক্ষকদের পক্ষ থেকে আলমগীর চৌধুরী,কৃষকদের পক্ষ থেকে মিরাজ রহমান ও স্কুল ছাত্রীদের পক্ষ থেকে মুনতাহীরা তাহেরা প্রমূখ।

শেষে ৪টি ক্যাটাগরিতে স্থানীয় ১শ ২০টি বিদ্যালয়ের ২শ ২০ জন ছাত্রীর মাঝে বাইসাইকেল ও এক জনকে ১ট ল্যপটপ,১শ জন অনগ্রসর নারীর মাঝে সেলাইমেশিন, ১শ ৫০ জন কৃষকের মাঝে ক্ষতিকর পোকামাকড়রোধী স্প্রে মেশিন এবং ৬০০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo