ফেনীর সোনাগাজীতে গায়ে হলুদের অনুষ্ঠানে গান বাজনা বা ডিজে পার্টির পরিবর্তে এক দল হাফেজ সুমধুর কণ্ঠে পবিত্র কুরআন তেলাওয়াত করেছেন।ব্যতিক্রমী এমন আয়োজন করে প্রশংসায় ভাসছেন সোনাগাজীর যুবক মো. সাইফুল ইসলাম।উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের পালগিরি গ্রামের বিজয় নগরের মো. ইব্রাহীম মানিকের ছেলে মো. সাইফুল ইসলাম। তিনি সৌদি আরবের একটি কোম্পানিতে চাকরি করেন।
বুধবার দুপুরে মতিগঞ্জ কমিউনিটি সেন্টারে সোনাগাজী পৌরসভার চরগণেশ গ্রামের লস্কর ব্যাপারী বাড়ির চানমিয়ার কন্যা সানজিদা আক্তার শারমিনের সঙ্গে বিয়ে হয় সাইফুলের।মঙ্গলবার রাতে গায়েহলুদের অনুষ্ঠানে খতমে কুরআন ও বিশেষ মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যতিক্রমী আয়োজনের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে প্রশংসায় ভাসতে থাকেন সাইফুল ইসলাম।
বর সাইফুল ইসলাম বলেন, ইসলামি রীতি বাদ দিয়ে আমাদের যুবসমাজ পাশ্চাত্যের সংস্কৃতি পালন করতে গিয়ে নানা দুর্ঘটনার শিকার হতে হয়। রাতে সাধারণ মানুষের ঘুম নষ্ট হয়। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে বিয়েতে মহান আল্লাহর রহমত পাওয়ার আশায় ব্যতিক্রমী এ আয়োজন করা হয়েছে।